
নিউজ ডেস্ক:
সংলাপের আহ্বান জানিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার দলটির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর পিএস-১-এর দপ্তর চিঠিটি গ্রহণ করে। এ সময় প্রধানমন্ত্রী দপ্তরে ছিলেন না। তিনি বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন।
এরশাদের পাঠানো সংলাপের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
সংলাপের চিঠির বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরাও আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা বোধ করছি। এ বিষয়টি উল্লেখ করেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’
সুনীল শুভ রায় বাংলা জানান, সম্মিলিত জাতীয় জোটের পক্ষে সংলাপের দাবি জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের পক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ চিঠিতে স্বাক্ষর করেছেন।