
অনলাইন ফেসবুকে নাগরিক সেবা একটা সময় এই কথা রুপ- কথার গল্পর মতই ছিল। আর সেই সেবা দানে এগিয়ে আছেন জেলা পুলিশ। এই কথা বললে কেউ বিশ্বাসই করতে পারবে না। অবিশ্বাস হলে ও সত্য ফেসবুকে তথ্য আদান প্রদানের মাধ্যমে নাগরিক সেবা প্রদান করে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া অপরাধ নির্মূলে আইনের শাসন বাস্তবায়নে নজির স্থাপন করেছেন।অনেক সেবা প্রত্যাশী অনলাইনে নাগরিক সেবা আইনী সহায়তা পেয়ে পুলিশ সুপার মহাদয়কে কৃতজ্ঞতা জানিয়েছেন । শুধু তাই নয় মাদক জুয়া সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোসনে তিনি ফেসবুকে ষ্ট্যাটার্স ও অনলাইনে সংবাদ দেখে ব্যবস্থা গ্রহন করেছেন ।
ফেসবুকের তথ্য আদান প্রদানের মাধ্যমে জেলা পুলিশের নাগরিক সেবা সাধারন মানুষের আশার আলো জাগিয়েছে ।
বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে সেবা প্রদানে জেলা পুলিশ এগিয়ে আছে বলে একাধিক সূত্রে জানা গেছে।এ সেবা প্রদান অব্যাহত থাকলে একদিকে যেমন আইনশৃঙ্খলার উন্নতি হবে, তেমনি ভাবে পুলিশি সেবার মান ও বাড়বে।ভাবমূর্তি আরও উজ্জল হবে জেলা পুলিশের।