
দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বড় ধরণের শাস্তি পেতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। এমন দাবি শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়, দাবিটি দেশের ক্রিকেট ভক্তদেরও। অবশেষে এবার ডিসিপ্লিন কমিটিও একই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অবশেষে হার্ডহিটার এই ব্যাটসম্যানকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটাঙ্গনে বরাবরই বিতর্কিত সাব্বির। এবার তার প্রতিফলন পেতে যাচ্ছেন। তারুণ্যকে গর্বিত না করে কলঙিাকত করেছেন এই তুরণ টাইগার। বিতর্কে জড়ানোর প্রতিফল হিসেবে সাব্বিরকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ডিসিপ্লিন কমিটি। শনিবার (১ সেপ্টেম্বর) ডিসিপ্লিনারি কমিটির মিটিং শেষে এমনটাই জানানো হয়েছে। পরে বিসিবও তা মেনে নেয়।
তবে সাব্বিরের শাস্তি হলেও বেঁচে গিয়েছেন নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। পায়ের অপারেশনের পর বর্তমানে বিশ্রামে রয়েছেন নাসির। আর এই কারণেই তাকে শাস্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
অপরদিকে মোসাদ্দেকের ব্যাপারটি পুরোপুরি ছেড়ে দেয়া হয়েছে আইনের হাতে। তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।
এমন শাস্তির মুখে সাব্বির এই প্রথম পড়েননি। এর আগেও বেশ কয়েকবার তাকে শতর্ক করা হয়েছে। এমনকি ঘরোয়া ক্রিকেট থেকেও ছ’মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।
এবার বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন সময়ে এক ভক্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজ করে আবারও আলোচনায় আসেন এই ক্রিকেটার। এরপরেই সাব্বিরকে নিষিদ্ধ করার দাবি তোলেন দেশের অনেক ক্রিকেট ভক্তরা।