
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ রুপান্তর চেতনা সংঘের আয়োজনে এক আলোচনা সভা সংঘের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক ও ভালোবাসি সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা রেজাউল আলম রেজা, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম,ফিরোজ কবির প্রমূখ। বক্তারা মাদক, বাল্য বিবাহ ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।