
শর্তানুযায়ী অকৃষি জমিতে সোলার প্লান্ট নির্মাণ, ফসলি জমি নষ্ট করাসহ বাপ-দাদার ভিটা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদ বন্ধ, ওয়াপদা বাঁধ থেকে উচ্ছেদকৃত ভূমিহীনদের উপযুক্ত ক্ষতিপুরণ ও স্থায়ী পুর্নাবাসনের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে বাম গণতান্ত্রিক জোটের জনসভা গতকাল ১২ সেপ্টেম্বর বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সিপিবি নেতা নুরে আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও জোটের জেলা সমন্বয়ক মিহির ঘোষ, গনসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদুর রহমান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বীরেন শীল, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক ফিরোজ কবীর প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে চরখোর্দ্দা ও লাটশালার লোভ দেখিয়ে, ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রতারণা করে যে সমস্ত আবাদী জমি ক্রয় করা হয়েছে অবিলন্বে তা মালিকদের ফেরত দিতে হবে। তারা বলেন, আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবৈধভাবে ড্রেজারমেশিন দিয়ে বালু উত্তোলন করে ফসলী জমি নষ্ট করার জন্য উপযুক্ত বিচার করতে হবে।
বক্তারা এসময় আরও বলেন, এসব দাবি মানা না হলে মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে সামনে রেখে দ্বি-দলীয় বৃত্তের বাইরে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে জনগণকে সাথে নিয়ে বাম গণতান্ত্রিক জোট বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।