
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ড. এম. আই. পাটোয়ারী বেসরকারী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট’র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ট্রেডের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়।
আজ রোববার দুপুরে ইন্সটিটিউট মাঠে উপজেলা প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বিশেষ অতিথির বক্তৃতা দেন ইন্সটিটিউট’র গভর্নিং বডির সদস্য ড. শাহেদ কামাল পাটোয়ারী ও উপজেলা প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব খোকন।
সময় আরোও বক্তৃতা দেন ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোশাররফ হোসেন ডাকুয়া, জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জহুরুল ইসলাম বাদশা ও কাটগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট’র পরিচালক এস.এম. পাটোয়ারী মিঠু।