
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ আল আমিন সর্দ্দার (২৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
৫ সেপ্টেম্বর রাত অনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানাধীন সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রামের মৃত গেল্লা ফকিরের ছেলে জনৈক মোঃ মানিক উদ্দিন(৫৫) এর বসত বাড়ীর দক্ষিন পাশ হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারী১।আল আমিন সর্দার(২৮) ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে।
ইয়াবা সহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি আল আমিন সর্দার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের শামসুল সর্দ্দারের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত ইয়াবার মূল্য ৬০ হাজার টাকা। এ ব্যপারে সুন্দরগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।