
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে।শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সম্ভব নয়। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতার গুরুত্ব অপরিসীম।
কেবলমাত্র সামাজিক সচেতনতাই পারে সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সমাজ থেকে সকল অপরাধ কর্মকান্ড নির্মুল করতে।
মঙ্গলবার সকালে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরে ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল উপরোক্ত কথা বলেন।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাব্বি আব্দুল্যা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ,(ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত।
এ সময় নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এর আগে জেলা প্রশাসক মহোদয় ইদিলপুর ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক সহ সরকারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।