
সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ এবং বাল্য বিবাহ. সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের অপব্যবহার রোধে সাদুল্যাপুর উপজেলার জামালপুর বালিক উচ্চ বিদ্যালয়ে এক মহিলা/মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরে গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজাদ মো. আবু রায়হান মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার হায়দার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আলমগীর মন্ডল, ইউনুছ আলী সরকার ও শিক্ষার্থী কুমারী তমা রানী প্রমূখ।
আলোচনা পূর্ব সরকারের বিভিন্ন সেক্টরের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।