
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার উদয়ন মহিলা কলেজ মাঠে সাঘাটা-ফুলছড়ির শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম টলেষ্টয়,উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব,সাঘাটা উপজেলা আ.লীগ সভাপতি নাজমুল হুদা দুদু,প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু,উদয়ন মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, সুপার জসিমউদ্দিন,বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সভাপতি নাসিরুল আলম স্বপন প্রমুখ।