
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা এমন কোনো কাজ করেনি যে জনগণ তাদের ভোট দিবে। বিএনপি আগুন সন্ত্রাস চালিয়েছে। মানুষ পুড়িয়ে মেরেছে।
তিনি বলেন, বিএনপি গত দশ বছরে তারা সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে পারেনি। বিএনপি একটি ব্যর্থ দল। ব্যর্থতার দায়ে দলটির নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।
শনিবার দুপুরে নাটোর রেল স্টেশনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপি বিদেশিদের কাছে ৫ টি শর্ত দিয়েছে। দেশবাসীর কাছে তারা কোনো শর্ত দেয়নি। আওয়ামী লীগের শক্তি দেশের জননগণ, কোনো বিদেশি শক্তি নয়।
তিনি বলেন, আমি শেখ হাসিনার সালাম নিয়ে এসেছি। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।
কাদের বলেন, নাটোরের বনলতা সেন আর অন্ধকারে ফিরে যাবে না। তারা শেখ হাসিনার আলোর সঙ্গেই থাকবে।বিএনপি নিরাপদ সড়ক আন্দোলনে নিরাপদে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছিলো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তাদের ভোট দিন দিন কমে গেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, যাদের জনপ্রিয়তা নেই তাদের মনোনয়ন দেওয়া হবে না। সবার অামলনামাই শেখ হাসিনার কাছে আছে। জনপ্রিয়দেরই মনোনয়ন দিবে আওয়ামী লীগ।