
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সমাবেশশে নেতারা বলেন, জাতীয় ঐক্যের নামে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করলেন ১৪ দলের নেতৃবৃন্দ।
১৪ দলের নেতৃবৃন্দ বলেন, আগামী ৯ অক্টোবর রাজশাহী ও ১০ অক্টোবর নাটরে ১৪ দলের সমাবেশ।
২৯ সেপ্টেম্বর শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এই সমাবেশ শুরু হয়। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
সঞ্চালনায় ছিলেন মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ। সমাবেশে যোগ দেন বেগম মতিয়া চৌধুরী,আবদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন,জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, শিরিন আখতার, নজিবুল বশর মাইজভাণ্ডারি, শেখ শহিদুল ইসলামসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।