
ঢাকার মিরপুরে বাসের ধাক্কায় উত্তম কুমার সরকার (৩৩) নামে মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহাম্মদ এ তথ্য জানান।
রবিবার বিকেলে মিরপুরের রাইনখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম কুমার সরকার (৩৩) শাহআলী থানার উপপরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন। ঈগল পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই উত্তম কুমার মারা যান।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) শিউলি বলেন, বিকালে ডিউটির জন্য এসআই উত্তম থানায় যাচ্ছিলেন। এসময় শাহআলীর রাইনখোলা মোড়ে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়।
ডিসি মাসুদ আহাম্মদ জানান, বিকেল ৪টার দিকে ঈগল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী উত্তম ছিটকে পড়ে যান। এরপর ওই বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক বেলাল হোসেন এবং তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত উত্তম কুমার সরকার গত দেড় বছর ধরে রূপনগর থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি শাহ আলী ও পল্লবী থানায় কর্মরত ছিলেন।