
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শামীম হায়দার পাটোয়ারীকে শুভেচ্ছা জানালেন সুন্দরগঞ্জবাসী। আজ ২২ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে আকাশ পথে সৈয়দপুর বিমান বন্দর হয়ে তার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জ প্রবেশ দ্বার চৌধুরাণী বাজার এলাকায় তাকে এ শুভেচ্ছা জানানো হয়। তিনি আসবেন খবর ছড়িয়ে পড়লে উপজেলার জনসাধারণ ও জাতীয় পার্টি এবং তার সহযোগি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হতে শুরু করেন চৌধুরাণী বাজার এলাকায়। ঠিক ১২ টারদিকে চৌধুরাণী বাজারে পৌঁছলে উপস্থিত সকলে ফুলের শুভেচ্ছা জানান এমপি শামীম হায়দার পাটোয়ারীকে। পরে সেখান থেকে এমপি বাজাপাড়া মহাবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় তার গাড়ি বহরে সহশ্রাধিক মোটর সাইকেলের একটি শোডাউন অংশ নেয়।