
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সু-চিকিৎসা ও কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে আজ সোমবার গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, কৃষক দলের জেলা সভাপতি ইলিয়াস হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, হুনান হক্কানী, মোস্তাক আহমেদ ডলার, তারেকুজ্জামান তারেক প্রমুখ।