
গাইবান্ধা জেলার ফুলছড়িতে দু’টি নৌ-পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয় । ২১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর ও ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ি এলাকায় এ দু’টি নৌ-পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন, নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আতাউর রহমান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম সরকার, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লোকাল, যুবলীগ নেতা জিহাদুর রহমান মওলা।
চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এ এলাকায় নৌ-পুলিশ ফাঁড়ি বাস্তবায়ন হওয়ায় চরাঞ্চলের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং চুরি-ডাকাতিরোধে কার্যকরী ভূমিকা পালন করবে। নৌ-পথের ব্যবসায়ীরা জল দস্যুদের কবল থেকে রেহাই পাবে বলে আশা করছেন স্থানীয়রা।