
প্রতিনিধি > (মোস্তফা মিয়া)
রংপুরের পীরগঞ্জ উপজেলার হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, ম্যানেজিং কমিটি গঠন এর দাবীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার বিদ্যালয় চত্তরে বিদ্যালয়টির সাহকারী প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অভিভাবকরা বলেন দীর্ঘদিন ধরে হাজী বয়েন উদ্দিন স্কুলে পড়াশুনার এবং বিদ্যালয়ের মান উন্নয়ন না হয়ে শিক্ষক এবং প্রধান শিক্ষকের একগুয়ামিতে বিদ্যালয়টির অবস্থা তলানীতে ঠেকেছে। অভিভাবক মোয়াজ্জেম হোসেন বলেন; প্রধান শিক্ষকের জবাবদিহিতা না থাকায় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সার্টিফিকেট বাসায় নিয়ে গিয়ে রাখেন,নিদ্দিষ্ট দোকানে স্কুল ড্রেস বানাতে বাধ্য করেন শিক্ষার্থীদের,। অভিভাবকরা বলেন নির্বাচন না দিয়েই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক তার পছন্দমতো তৈরী করেন। অভিভাবকরা ভোটের মাধ্যমে ম্যানিজিং কমিটির গঠনের দাবী জানান। অভিভাবকরা বলেন আজ এই সমাবেশে সকল শিক্ষক উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক অভিভাবকদের এই সমাবেশকে গুরুত্ব না দিয়ে তিনি একাই নিজের রুমে বসে আছেন। অভিভাবকরা ক্ষোভে ফুসে উঠে সমাবেশ স্থল থেকে প্রধান শিক্ষকের রুমে গিয়ে নানামুখি প্রশ্নবানে জর্জরিত করে পরিস্থিতি অশান্ত হয়। প্রধান শিক্ষক অভিভাবকদের অতিদ্রুত একটা সমাবেশ করার প্রতশ্রিুতি দিয়ে বলেন আমি উপস্থিত থাকা সত্বেও আমার সাথে পরামর্শ না করেই অভিভাবক সমাবেশ করা হয়েছে। প্রধান শিক্ষক আমিনুর রহমান বিদ্যালয়টির সাম্প্রতিক সময়ের জটিলতার বিষয়ে তার বক্তব্যে বলেন কিছু ব্যাক্তি তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিদ্যালটির বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা শুরু করেছেন । আর এ অপতৎপরতা রোধে তিনি অবিভাবক সহ এলাকাবাসিকে সজাগ থাকার আহবান জানান।