
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ করুন, মাদকমুক্ত গড়ার প্রত্যায়ে থানা কমিউনিটি পুলিশিং এর তত্বাবধানে জমজম টেইলারিং হাউজ, ঝিলিক বস্ত্র বিতান,লাইফ কেয়ার ডায়গেনেষ্টিক এন্ড কনসালডেন্ট সেন্টার, নছের উদ্দিন সুপার মার্কেট, এস এ খালেক বস্ত্রালয়ের সৌজন্যে সন্ধি একাডেমির আয়োজনে ঈদ পূণৰ্মিলনী -২০১৮ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী শহীদ মিনাৱ চত্বরে অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা সাজু, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সহ একাডেমির শিল্পীবৃন্দ।
সংগীতে সেতুবন্ধন সন্ধি একাডেমী‘র পরিচালক মিজানুর রহমান মিলন ও বাধনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টায় ঈদ পুনর্মিলন উপলক্ষ্যে তাদের নিজস্ব শিল্পী ছাড়াও অতিথি শিল্পীদের পরিবেশনায় গানের মূর্ছনায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর কানায়-কানায় শ্রোতাদর্শকদের পদচারনায় মুখরিত হয়েছিলো।
উপজেলার দূর-দূরান্ত হতে সমেবেত উৎসূক সঙ্গীতপ্রেমী দর্শক শ্রোতাদের উপচেপড়া ভিড়।
সোমবার গোধুঁলি লগ্ন থেকে রাতগভীর পর্যন্ত চলছে একের পর এক নৃত্য ও ফোঁকসহ জনপ্রিয় গান ও নৃত্য পরিবেশন করা হয়।