
গাইবান্ধার পলাশবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর (৭ম পর্বের) ৩য় ব্যাচের অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর (পরিকল্পনা ও বাস্তবায়ন) যুগ্ম সচিব পরিচালক আবুল হাছান খান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক তোফায়েল আহম্মদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, ফজলুল করিম, এনামুল হক স্বপন ও অফিস সহকারী আলমগীর মন্ডল সেলিম প্রমুখ। এসময় ৩য় ব্যাচের বেকার যুবক-যুবতী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।