
বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজন অফিসার থাকার কথা। আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। প্রশিক্ষণের সময় মিস ফায়ারিংয়ের কারণে এ হতাহতের এ ঘটনা ঘটে।