
নাটোরের লালপুরে শ্বশুর বাড়ীতে বেড়াতে এসে জামাই নাসির উদ্দীনের মুত্যু হয়েছে। নাসির উদ্দীন (২৮) উপজেলার শালেশ্বর পূর্বপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে, তার স্ত্রী পাখি আক্তার (১৯) বিজয়পুরের খলিল উদ্দীনের মেয়ে। তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়েছে।
লাশ শুক্রবার নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহষ্পতিবার উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুরে খলিল উদ্দীনের বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি মরিয়ম বেগম ও স্ত্রী পাখি আক্তারকে আটক করা হয়েছে।
লালপুর থানার ওসি (তদন্ত) তহিদুল ইসলাম জানিয়েছেন, উপজেলার বিজয়পুর গ্রামের পাখি আক্তারের সাথে ৩ মাস আগে বিয়ে হয়েছিল পার্শবর্তী শালেশ্বর গ্রামের নাছির উদ্দিনের। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিলো না। গতকাল নাছির উদ্দিন স্ত্রীকে আনতে শশুড়বাড়ি গিয়েছিল। রাতে সেখানে তার রহস্যজনক মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ শশুরবাড়ি থেকে নাছিরের লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ। লাশ শুক্রবার নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে