
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার সকালে উপজেলার বাইশালী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহতরা ডাকাত দলের সদস্য। ডাকাতির মালামাল নিয়ে দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীর জানান, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে- নিহতরা ডাকাত দলের সদস্য। নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে এ হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে ওসি জানান।