
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, ‘ শেখ হাসিনা বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছেন, তিনি চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, পাকা রাস্তা করে দিয়েছেন। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন যারা এতিমদের টাকা আত্নসাৎ করে জেলে রয়েছেন তাদেরকে আপনারা ভোট দিবেন না। অপরদিকে পৃথিবীর তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহবান জানান ডেপুটি স্পিকার’।
আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের হরিচন্ডি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জাহান সিরাজের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. পানা উল্লাহ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ.এস.এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব প্রমুখ।
উল্লেখ্য, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের হরিচন্ডি গ্রামের ৩৩০ জন গ্রাহকের মাঝে ৯.৪২ কিলোমিটার দৈর্ঘ্য এ বিদ্যুৎ লাইন নির্মানে ব্যয় হয় ১ কোটি ৩১ লক্ষ ৮৮ হাজার টাকা।