
আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে হত্যার পরিকল্পনার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ যুবককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হওয়ায় গত ৩১ আগস্ট আদালত তাকে এ শাস্তি দেয়।
মের ডাউনিং স্ট্রিটের বাড়ির দরজায় বোমা ছোড়ার ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগে গত জুলাই মাসে নাইমুর জাকারিয়া রহমান নামের ওই যুবককে দোষী সাব্যস্ত করা হয়।
আইনজীবীরা বলেন, নিরাপত্তারক্ষীদের হত্যা করে প্রধানমন্ত্রীকে ছুরি বা বন্দুক দিয়ে মারার পরিকল্পনা ছিল রহমানের।
২১ বছর বয়সী রহমান উত্তর লন্ডনের বার্মিংহামে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত বছরের নভেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়।
বিচারক চার্লস হ্যাডন-কেভ বলেন, রহমান সমাজের জন্য বিপজ্জনক। এটা বলা মুশকিল যে কখন তিনি এই উগ্র মনোভাব থেকে সরে আসবেন এবং সমাজের জন্যে আর ক্ষতিকর হবেন না।