
র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা জেলার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ১৯০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল সেটসহ গ্রেফতার করেছে ।
১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী গ্রামস্থ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিজ বসত বাড়ী সামনে থেকে মাদক ব্যবসায়ী ১। সিরাজুল হক (৩০) এর নিকট হতে ১০০ পিস ইয়াবা একটি মোবাইল সেট ও ২ । পাভেল মন্ডল (৩২) এর নিকট হতে ৯০ পিস ইয়াবা ও দুইটি মোবাইল সহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। সিরাজুল হক (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার ১ নং কাটাবাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে ও ২। পাভেল মন্ডল (৩২) একই উপজেলার বিশুলিয়া কাটাবাড়ীর মৃত আব্দুল জোব্বার মন্ডলের ছেলে।
এখবর নিশ্চিত করে র্যাব ১৩- গাইবান্ধা ক্যাম্পের এ এস পি হাবিবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন হতে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত গ্রেফতারের পর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।