
গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিন ব্যবসায়ী আজমল নিখোঁজ ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধারসহ গ্রেফতার-১জন। এলাকায় আতংক বিরাজ করছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের ইসলামী ব্যাংকের সড়কের পূর্ব পার্শ্বে মের্সাস আবির টের্ডাসের মালিক আজমল হক @ মুঞ্জু (৫০) গত সোমবার সকালে তার ব্যবহৃত মটরসাইকেল নিয়ে উপজেলার ফাঁসিতলা বাজারে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। সন্ধ্যায় ব্যবসায়ী আজমল হকের মোবাইল ফোন বন্ধ থাকা পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি একপর্যায়ে রাতেই তার মোটর সাইকেলটি ফাসিতলা বন্দরের জনৈক সুজনের চায়ের দোকানের সামনে থেকে উদ্ধার করে এবং চায়ের দোকানদার সুজনকে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আটক করে থানা নিয়ে আসে।
ব্যবসায়ী আজম নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে রাতেই থানায় একটি জিডি করেছে। এদিকে নিখোঁজে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,তার স্বামীর নিকট অনেক টাকা ছিল। তবে নিখোঁজের কারন কি জানেন না।নিখোঁজ আজমল হক পৌর শহরের চক গোবিন্দ (পশ্চিম চৌমাথা ) এলাকার মৃত্যু আলহাজ আনিসুল হকের পুত্র বলে জানা গেছে।