
গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল রেজিনুর রহমানেন নির্দেশে অজ্ঞান পার্টির মুলহোতা গোলজার রহমানকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত গোলজার (৫৫)গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।
থানা সুত্রে জানাযায়- শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে খবরপেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম রাখালবুরুজ ইউনিয়নের পাচগাছী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মলম পার্টি ও অজ্ঞান পার্টির কার্যক্রমে নিজের পুত্র বধু ২ সন্তানের জননী রোজিনা বাধা প্রদান গত ২২ জুলাই রোজিনার স্বামী আনোয়ার ও শশুর গোলজার মিলে রোজিনাকে অজ্ঞান করে মুখে বিষ ঢেলে হত্যা করে।
এ ঘটনায় নিহত রোজিনার মা মাদার দহ গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী অজেদা বেগম বাদী হয়ে নিহতদের স্বামী আনোয়ার ও শশুর গোলজারকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।