
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা নগদ অর্থ ও মোবাইলসহ মাদক কারবারি শহিদুলকে(৫২) গ্রেফতার করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম আজ ১৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে গোবিন্দগঞ্জের অভিরাম পুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযানে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপর গ্রামের মৃত কাবিল উদ্দিনের ছেলে শহিদুলকে আটক করে।এসময় তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা,একটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ৪২৩০ টাকা উদ্ধার করে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এএসপি হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শহিদুল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।