
গাইবান্ধা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭৬ বোতল এ্যালকোহল জাতীয় মাদক সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।
২৬ সেপ্টেম্বর রাত অনুমানিক ৯ টা ২৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা সদর থানাধীন রামচন্দ্রপুর ইউপির বালুয়া বাজারস্থ আসামী অমললেন্দু এর মালিকানাধীন হোমিওপ্যাথিক দোকানের আড়ালে লাইসেন্স বিহীন এ্যালকোহল জাতীয় মাদক ব্যবসায়ী ১। অমলেন্দু রায় (৬০) পিতা মৃত হিরালাল রায় সাং পোল্লাখাতা ও তার সহকারী ২। সাইফুল ইসলাম(৫০)পিতা মৃত বাবর আলী সাং ভাটপাড়া গোপালপুর থানা ও জেলা গাইবান্ধাদ্বয়কে ৭৬ বোতল এ্যালকোহল জাতীয় মাদক সহ আটক করে। আসামি অমলেন্দু দীর্ঘ হতে হোমিও চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল।
ডিবির হাতে গ্রেফতারকৃত অমলেন্দু রায় সদর উপজেলার পোল্লাখাতা গ্রামের মৃত হিরালাল রায়ের ছেলে ও তার সহযোগী সাইফুল ইসলাম একই উপজেলার ভাটপারা মৃত বাবর আলীর ছেলে।
এখবর নিশ্চিত করেন ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত ৭৬ বোতল এ্যালকোহলের মূল্য ১ হাজার ৫ শত ৬০ টাকা। এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।