
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে পারিবারিক কলহের জেরে ১ মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
জানা যায়,গত বুধবার সন্ধা অনুমান ৭ টার সময় রামচন্দ্রপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের আব্দুল জলিল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম( ৪৫) এর সাথে তার ভাতিজা বউ বাদশা মিযার স্ত্রী রিক্তা বেগমের ঝগড়া ও হাতাহাতি হয়।এতে রিক্তা বেগম সামান্য আহত হলে তার স্বামী বাদশা ও তার ভাইয়েরা মিলে আনোয়ারা বেগম সহ আরো কয়েকজনকে মারপিট করে এবং রিক্তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।
পরে রাত অনুমান আড়াইটার সময় রিক্তার স্বামী বাদশা মিয়া,রিক্তার ভাই রিপন মিয়া,ও জাহিদ সহ ৪/৫জন লোক বাড়ীর সবার অগোচরে আনোয়ারা বেগমের শয়ন ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় গলায় লায়লন রশি পেচিয়ে হত্যা নিশ্চিত করে ঘরের মেঝেতে ফেলে রেখে চলে যায়।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সাংবাদিককে বলেন সব ধরনের হত্যাকান্ডই অনাকাঙ্ক্ষিত। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
এ ঘটনায় জড়িত বাদশা মিয়া পিতা ছাত্তার মিয়া,রিপন পিতা আনোয়ার হোসেন,জাহিদ পিতা আব্দুর ররহিম মাষ্টার সহ ৫/৬জনকে আসামী করে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।