
জাতীয় সংসদে প্রস্তাবিত পরিবহন বিল দাখিল করায় গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিক্ষুব্ধ মটর শ্রমিকরা আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে বৃহত্তর রংপুরের অন্যান্য জেলার সাথে গাইবান্ধার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকাসহ আন্তঃজেলা এবং উপজেলা পর্যায়ে বাস চলাচল বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।
গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, ‘প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনে জরিমানা ও সাজার বিধান সংশোধনের দাবিতে চালকরা বাস চলাচল বন্ধ করেছে। চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবি না মানা পর্যন্ত ঢাকাসহ সকল রুটেই বাস চলাচল বন্ধ থাকবে।’ তবে গাইবান্ধা টার্মিনাল থেকে বাস চলাচল না করলেও কিছু কিছু মালিক শ্রমিক যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে পলাশবাড়ী এবং গোবিন্দগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত রেখেছেন।