
মহান শিক্ষা দিবস উপলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে আজ সোমবার কলেজ চত্বরে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সংসদের সাধারণ সম্পাদক ও কলেজ শাখার আহ্বায়ক ওয়ারেস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শাখার যুগ্মআহ্বায়ক জাকির হোসাইন,জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক মৈত্রিয় হাসান জয়িতা প্রমূখ।
সভায় বক্তারা বলেন ১৯৬২ সালে শিক্ষাকে ব্যয়বহুল করে তৎকালীন আইযুবের খানের সামরিক সরকার শরিফ কমিশন নামে যে শিক্ষানীতি বাস্তাবায়ন করতে চেয়েছিল তখনকার ছাত্র সমাজ তা ঘৃনাভরে প্রত্যাখান করে ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘট চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হন মোস্তফা বাবুল,ওয়াজিউল্লাহ। বক্তারা আরও বলেন শিক্ষা বানিজ্যিকরণে ছাত্রসমাজ বারবার নিজেরা ঐক্যবদ্ধ হয়েছিল।
বক্তারা বলেন শিক্ষাংগনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলন্বে ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন ও সুস্থধারার ছাত্র রাজনীতি করার পরিবশে সৃষ্টি করতে হবে।