
গাইবান্ধা কৃষক শ্রমিক জনতালীগের জেলা কমিটি গঠন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান আহবায়ক, মো. ওমর আলী মিয়া ও মো. মহসীন আলীকে যুগ্ম আহবায়ক এবং মো. আবু বকর সিদ্দিককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, কেন্দ্রীয় সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম মুন্সি, কেন্দ্রীয় যুব আন্দোলন কমিটির সভাপতি হাবিনু নবী সোহেল, জাতীয় সামজতান্ত্রিক দল জেএসডি জেলা সভাপতি লাসেন খান রিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, শোষণ, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে শোষিতের পক্ষে একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির লক্ষ্যে এবং নতুন শতাব্দীর প্রয়োজন ও দাবী মেটাতে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠা হয়েছে। বক্তারা আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এখনও দেশের মানুষ পুরোপুরি অনুভব করতে পারে না স্বাধীনতা আর পরাধীনতার পার্থক্য। লাগামহীন দুর্নীতি, রাষ্ট্রীয় জীবনে সমাহীন সন্ত্রাস, অধিকাংশ রাজনৈতিক নেতা ও দলের চরম স্বার্থপরতা সর্বোপরি আমলাতান্ত্রিক ঔদ্ধত্বের কাছে গোটা জাতি আজ জিম্মি। মানুষের কর্মসংস্থান নেই, জীবনের নিরাপত্তা নেই, নেই বিচার ব্যবস্থার স্বাধীনতা। এই নৈরাজ্যকর রাষ্ট্রীয় নিয়ন্ত্রনহীন চরম সন্ত্রাস, অবক্ষয় ও হতাশার হাত থেকে জাতিকে মুক্তির লক্ষ্যে নতুন চিন্তা, নতুন শক্তি ও নতুন রাজনীতিই কৃষক শ্রমিক জনতালীগের লক্ষ্য উদ্দেশ্য।