
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে আজ বৃহস্পতিবার তানজিলা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ওই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী। তানজিলা একই ইউনিয়নের কোমরপুর গ্রামের তারা মিয়ার মেয়ে।
এ ঘটনার পর থেকে স্বামী রায়হান মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তানজিলাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের স্বজনরা।