
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭২তম জন্মদিন ‘জনগনের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরা।
এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের নেতৃত্বে জেলা শহরের ১নং ট্রাফিক মোড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটি একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ হারুন, শহর যুবলীগ নেতা শাহনেওয়াজ পলাশ, আশরাফুল ইসলাম পলাশসহ আরও অনেকে।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য,২৮ সেপ্টম্বর প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন ‘জনগনের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল জেলা, উপজেলা শাখাকে নির্দেশনা দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ ।