
কৈশোর তারুণ্যে বই-এর দুই বছর পূর্তিতে গাইবান্ধায় শুরু হয়েছে ছয়দিনের বইমেলার উদ্বোধন করেন ‘কৈশোর তারুণ্যে বই’ এর সভাপতি ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ।
‘কৈশোর তারুণ্যে বই’-এর ৫০তম বইমেলায় ১২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। আজ ৮ সেপ্টেম্বর শনিবার সকালে গাইবান্ধার আমার বাংলা বিদ্যাপীঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অ্যাডর্ন প্রকাশনের প্রকাশক সৈয়দ জাকির হোসেন, ইকরি মিকরি প্রকাশনের প্রকাশক চিত্র সাংবাদিক কাকলী প্রধান এবং আমার বাংলা বিদ্যাপীঠের পরিচালক নুরুল আলম অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে জ্ঞানভিত্তিক সমাজের বিকল্প নেই। সেই জ্ঞানের সমুদ্র হচ্ছে বই।তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের সৃজন ও মননশীল বইয়ের প্রতি অনুরক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বই পাঠের গুরুত্বের উপর নির্মিত একটি নাটক মঞ্চস্থ করে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে ‘প্রিয় নদী’ শীর্ষক মুক্তগদ্য লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।
আমার বাংলা বিদ্যাপীঠ ও গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ন’টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলা চলবে। পরবর্তিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একই সময়ে মেলা চলবে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ এবং গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল ও কলেজে।
উল্লেখ্য, কিশোর-তরুনদের মধ্যে বই মনস্কতা তৈরির লক্ষ্য নিয়ে, ‘কৈশোর-তারুণ্যে বই’ জুলাই-২০১৬ থেকে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়োজন করে আসছে। শ্রেনীকক্ষের পাশে শিক্ষার্থীদের কাছে সৃজন ও মননশীল বই পৌঁছে দেয়াই এই আয়োজনের মুল লক্ষ্য। বইমেলার পাশাপাশি শিক্ষার্থীরা কিভাবে ভাল বই নির্বাচন করবে, তারা নিজেরাও কিভাবে লিখতে শিখবে এনিয়ে মেলায় শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করা হয়।
গত দু’বছরে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ফেনী সরকারী বালিকা বিদ্যালয়, চাঁদপুর সরকারী কলেজ, হরগঙ্গা সরকারী কলেজ, ছায়ানট(নালন্দা), মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজ, ইষ্টার্ণ ইউনিভার্সিটি, বগুড়া পুলিশ লাইনস স্কুল, বগুড়া বিয়াম হাই স্কুল, রাজশাহী পি এন স্কুল, রাজশাহী সরকারী কলেজ, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, অগ্রগামী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট, সরকারি জুবেলি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জসহ ৪৮টি স্কুলে শ্রেনীকক্ষের পাশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে।