
গাইবান্ধা সদর উপজেলার পুলবন্দিতে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
আজ ২৩ সেপ্টেম্বর রবিবার সকালে উদ্বোধনের এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা নওশের আলম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
‘রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলার পুলবন্দি হতে রামচন্দ্রপুর ভায়া বোয়ালী ইউপি অফিস ও গুণীরজান ব্রিজ পর্যন্ত রাস্তাটির উন্নয়ন করা হচ্ছে। ৪ কি.মি দীর্ঘ এই রাস্তাটির জন্য প্রায় তিনকোটি টাকা বরাদ্দ করা হয়েছে।