
দ্বি-দলীয় রাজনীতির বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষে আজ ২৩ সেপ্টেম্বর রবিবার বাম-গণতান্ত্রিক জোট গাইবান্ধার উদ্যোগে গাইবান্ধা শহিদ মিনারে এক জনসভা অনুষ্ঠিত হয়।
বাম-গণতান্ত্রিক জোট গাইবান্ধার সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন দুলাল, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য নিখিল দাস, গনসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মমিনুর রহমান বিশাল। জনসভা পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী।
জনসভায় বক্তারা বলেন, আরও একটি এক তরফা নির্বাচন জনগন বরদাস্ত করবে। আওয়ামী লীগের দুঃশাসনকে পরাজিত করে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তারা বলেন, মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়।
বক্তারা নির্বাচনের আগে তফসিল ঘোষণার পূর্বে সরকারকে পদত্যাগ করে সবদলের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠন, নির্বাচনের আগে তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেংগে দেয়া, জনগনের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশনের পূর্নগঠন, সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা পেশীশক্তি নির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমুল পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, নিয়মাতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ না হলে গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
উল্লেখিত দাবি মেনে সরকারকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দাবি জানিয়ে বক্তারা আওয়ামী লীগের দুঃশাসন, জুলুম-লটপাটতন্ত্র রাজনৈতিকভাবে প্রতিহত করে জনগনের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে এবং শাসকশ্রেণির দ্বি-দলীয় মেরুকরণের বাইরে জনগনের নিজস্ব শক্তি গড়ে তোলার আহ্বান জানান।