
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও পুরাতন জেলখানায় বিচার কার্যক্রম আদালত স্থাপন চালুর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ৮ সেপ্টেম্বর শনিবার গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, ইলিয়াস হোসেন, হুনান হক্কানী, আব্দুর রাজ্জাক ভুটটু, তারেকুজ্জামান তারেক প্রমুখ।