
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জবাবে বিষয়টি নিয়ে আজই (রবিবার) সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বলে দাবি করেছেন তিনি। রবিবার বিকাল ৪টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি উনাকে যাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া হয়।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলকোড অনুযায়ী খালেদা জিয়ার সুচিকিৎসা চলছে। এরপরও তারা (বিএনপি) যেহেতু বিশেষ অনুরোধ করেছেন, তাই আমরা খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড বসাবো। সেখানে চিকিৎকরা যদি কোনো ব্যবস্থা নিতে বলেন, আমরা ব্যবস্থা নিবো।’
এবিষয়ে আইজি প্রিজনসহ সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে, শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যে ব্যাপারে আমাদের বিশেষ নজর আছে। একজন চিকিৎসক ও একজন ফার্মাসিস্ট নিয়োগ করা আছে। তারা তাকে প্রতি সপ্তাহে একবার করে দেখে থাকেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতাল গুলোর মধ্যে যেগুলোর সর্বোচ্চ সেবা দেয়া হয়, সেগুলোর কথা আমরা তাদের বলেছি। তারা আগে ইউনাইটেডের কথা বলেছিল। এখন অ্যাপলো হাসপাতালে কথা বলেছেন। আমরা বিষয়টি দেখছি। ডাক্তাররা যদি প্রয়োজন মনে করেন আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’
এর আগে বিকাল ৩টার দিকে সচিবালয়ে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। গত বুধবার এই কারাগারেই আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়ছে।সূত্র-আরটিএনএন