
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইট দুর্ঘটনায় পতিত হয়ে বিমান উঠা-নামা বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটকে বিমান বন্দরে প্রবেশ করতে দেখা গেছে বলে জানান বিমান বন্দরে অপেক্ষামান যাত্রী ও সেখানকার ও প্রত্যক্ষদর্শীরা।
বুধবার দুপুরের দিকে কক্সবাজারগামী ফ্লাইটটি দুর্ঘটনায় পড়ার পর থেকে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। এসময় ফ্লাইটটিতে মোট যাত্রী সংখ্যা মধ্যে ১৬৩ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৫৩ প্রাপ্ত বয়স্ক, আর অপ্রাপ্ত বয়স্ত ১১ জন ছিল।
বিমান বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে-ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট উড্ডয়নের পর সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় দুর্ঘটনায় পতিত হয়। ওই সময় বিমানটির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়।
বিমানবন্দরের অপর একটি সূত্র জানায়, বিমানটি জরুরি অবতরণের সময় সামনের চাকাটি সচল ছিল না। ভাগ্যক্রমে বিমানটিতে আগুন ধরেনি। ফলে সকলযাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হন।
এব্যাপারে ইউএস-বাংলার জনসংযোগ মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘কক্সবাজার-ঢাকাগামী ইউএস-বাংলার বিএফ ১৪১ বোয়িং-৭৩৭ উড়োজাহাজের জরুরী অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদ আছে। তাদেরকে টামির্মিনালে নেওয়া হয়েছে।