
আরো এক দফা পিছিয়ে বিএনপির জনসভা রবিবার (৩০ সেপ্টেম্বর) সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। এর আগে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী শনিবার (২৯ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ২৭ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছিলেন পরে তা পরিবর্তন করে শনিবার (২৯ সেপ্টেম্বর)করা হয়েছিল।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুরে আমি এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করি। তিনি আমাদের ৩০ তারিখে জনসভা করার পরামর্শ দিয়ে একটি লিখিত আবেদন দিতে বলেন। সেই মোতাবেক আমরা লিখিত আবেদন জমা দিয়েছি।’সূত্র-আরটিএনএন