
নিরাপদ সড়কসহ ৯ দফা দাবী বাস্তবায়নে আজ বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উপজেলা সদরের চৌমাথা মোড়ে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবী বাস্তবায়নসহ ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে বিভিন্ন পোস্টার ও ফেস্টুন প্রদর্শন করেন। খবর পেয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় শিক্ষার্থীদের মানববন্ধন তুলে নেয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা কর্মসূচী স্থগিত ঘোষণা করেন।