
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, ৭১’র পরাজিত শক্তি ও তাদের দোসররা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্বপরিবারে ১৫ আগস্টে নির্মমভাবে হত্যা করে। সেই সব ষড়যন্ত্রকারীদের কিন্তু এ ষড়যন্ত্র এখনও থেমে নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে তারা হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে সারাদেশে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করণ করে শতভাগ শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করেছেন।
তিনি আজ ২ আগষ্ট বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ী বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য, এলজিইডির অধীনে ৯৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে এ বিদ্যালয়ের ত্রিতল ভবনের কাজ বাস্তবায়ন করা হয়। এরফলে উন্নত পরিবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।