
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা রংপুর মহাসড়কে চলাচলকারী গাড়ী চালকদের সতেজ সজাগ করণ কার্যক্রমের উদ্ধোধণ করা হয়েছে। আজ ১৬ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ঢাকা – রংপুর মহাসড়কের পাশে উপজেলার বোয়ালিয়া হিলি প্যাডে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) রেজিনুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আব্দুর রাফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম প্রমুখ।
পরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে কর্মসূচীর বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।এসময় অতিথিরাসহ জেলার পুলিশ কর্মকর্তারা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।