
গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮০ বৎসর পূর্তি উৎসব ও সম্মিলিত পূর্ণমিলনী অনুষ্ঠিত পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বৎসর পূর্তি উৎসব ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। ৮০ বৎসব পূর্তি ও সম্মিলিত পূর্ণমিলনীর শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে পূর্ণমিলনীর উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া। এরপর ঢাক-ঢোল বাঁজিয়ে বর্ণাঢ্য র্যালী বিদ্যালয় চত্বর হতে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও বিদ্যালয়ে এসে শেষ করেন। র্যালীতে অংশ গ্রহণ করেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, উপজেলা আ’লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারীসহ বিদ্যালয়ের ১৯৩৮-২০১৮ সালের প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ। র্যালী শেষে শুরু হয় প্রাক্তণ শিক্ষার্থীদের অনুুভূতির পালা। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও শিক্ষক মকবুল হোসেন দুলা মিয়ার সভাপতিত্বে শুরুতেই অনুভূতি ব্যক্ত এবং আহবায়কের স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তণ শিক্ষার্থী ও প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ আহবায়ক ও প্রাক্তণ শিক্ষার্থী টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, প্রাক্তণ প্রধান শিক্ষক ও সাহিত্যিক শুধাংসু নাথ মন্ডল, এ্যাডভোকেট নুরুল ইসলাম বিএসসি, প্রাক্তণ প্রধান শিক্ষক আজিজার রহমান, ডাক্তার শফিউল হোসেন, উপজেলা খাদ্য অফিসার আলাউদ্দিন বসুনিয়া, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি শাহাদৎ হোসেন আনন্দ, রংপুর কৃষি ইউনিস্টিটিউডের পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন প্রমূখ। শেষে পরিবেশিত হয় জাদু প্রদর্শন ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।