
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আইয়ুব আলীসহ ৮ নেতাকর্মিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ বেকাটারী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে রামজীবন ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী, মনমথ গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোনায়েম খন্দকার, মোহাম্মদ আলীর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বাবু, রামভদ্র কদমতলা গ্রামের জমির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম ওরফে ডিস লিটন, হাজী মজিবর রহমানের ছেলে আতিকুর রহমান, তালুক ফলগাছা গ্রামের মৃত নুর উল্যার ছেলে জাহাঙ্গীর আলম ও মনমথ কুটিপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মোহাম্মদ আলী।
থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা সকলেই জামায়াতের সক্রিয় নেতাকর্মী।