
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ্যাড. মোখলেছুর রহমান রাজু কর্তৃক অত্র ইউপি সচিব রফিকুল ইসলামের বদলির আবেদনের বিরোধীতা করে ইউনিয়নবাসী উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন আজ ১২ আগষ্ট রবিবার সকালে অনুষ্ঠিত হয়।
আবেদন সূত্রে জানা যায়,অত্র ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মান করা ও ইউনিয়ন পরিষদের গৃহিত বিভিন্ন প্রকল্পের কাজের অডিট আপত্তি হওয়ায় জেরে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ইউপি সচিব রফিকুল ইসলাম বিরুদ্ধে ইউপি ভবন ভাঙ্গার অভিযোগ তুলে অত্র ইউনিয়ন হতে বদলির জন্যে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করে। এ আবেদনের প্রতিবাদ করে অত্র ইউনিয়নের সাধারণ মানুষ এ সচিবের বদলির বিরোধীতা করে পরিষদের সামনে সমাবেশ ও মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিষ্ট পার্টি জেলা সদস্য সুভাষ সাহা রায়,ব্যবসায়ি বাচ্চু মিয়া,রঞ্জু মিয়া,মিলন আকন্দ,সাবেক বিজিবি সদস্য লাল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা,চেয়ারম্যান কর্তৃক ইউপি সচিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের আবেদনের তদন্ত পূর্বক নিস্পত্তি করতে সরেজমিনে তদন্ত করে যথাযথ গ্রহনের জন্য দাবী করে।