
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেছেন, সারাদেশের ন্যায় জেলা জুড়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনচেতনতার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা শুধু একা পুলিশের পক্ষে সম্ভব নয়। এরপরও অতিরিক্ত যাত্রীবহন, ওভারটেকিং, ছাদে যাত্রী উঠানো, ফিটনেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের দুর-দুরান্ত হতে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাস-ট্রাক চালকদের হাত-মুখ ধোয়া ও চা-পান খাওয়ানো কর্মসুচীসহ যাত্রী, ড্রাইভার-হেলপার ও জনসাধারণের সচেতনতা বাড়ানোসহ হাইওয়ে সংলগ্ন জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশি যাত্রী সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঈদে নারীর টানে ঘরে ফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে জেলা পুলিশ।
আজ ২১ আগষ্ট মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পুলিশি কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সময় অন্যান্যদের মধ্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, এসআই তয়ন কুমার, সঞ্জয় কুমার, কৃষ্ণ রায় ও ট্রাফিক সার্জেন্ট আজম খান উপস্থিত ছিলেন।
এদিন এর আগে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত আনসার ভিডিপি সদস্য মজিবর রহমানের গ্রামের বাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামে যান। এসময় তিনি জেলা পুলিশের ব্যক্তিগত তহবিল হতে নিহতের পরিবারকে ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।