
গাইবান্ধা সাদুল্লাপুরে রুমানা বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৮ আগষ্ট মঙ্গলবার বিকালে নিহতের স্বামী আঙুর আকন্দের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। আঙুর আকন্দ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সুত্রে জানা যায়,, ‘ঈদের দিন থেকে তাদের মধ্যে পরিবারিক কলহ চলছিল ঘটনার দিন দুপুরে রোমানাকে অচেতন অবস্থায় দেখে প্রতিবেশীদের কীটনাশক (দুলহান)পান করছে সন্দেহ হয়। পরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান,এ ঘটনায় নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সবাই পালাতক রয়েছে।